দৈনন্দিন জীবনে ওয়ার্ক আউট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল পুরুষ, মহিলা উভয়ই ওয়ার্ক আউটের প্রতি মনোযোগী। আর ওয়ার্ক আউট করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করাও যেন দৈনন্দিন জীবনেরই একটি অংশ। সম্প্রতি এক মহিলার ওয়ার্ক আউট করার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে জিমের পোশাক নয়, শাড়ি পরে ওই মহিলা ওয়ার্ক আউট করছেন।
ভাইরাল ভিডিয়ো দেখা যাচ্ছে, রিনা সিং নামে ওই মহিলা গোলাপি রঙের শাড়ি পরে জিমে নানান রকম ওয়ার্ক আউট করছেন। কখনও পুল ডাউন কখনও আবার ভারী টায়ার মাথায় নিয়ে স্কোয়াট। মুহূর্তেই ভাইরাল হয়েছে ওই ভিডিও। লাইক কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। শাড়ি পরতে অনেকেই স্বছন্দ বোধ করেন। কিন্তু শাড়ি পরে ওয়ার্ক আউট করার কথা ভাবতে পারেন না। ফলে মহিলার এহেন সাহস ভারী পছন্দ হয়েছে নেটিজেনদের।
আরও পড়ুন- একমাসের জন্য মদ্যপান থেকে দূরে থাকলেও শরীর ও মনে বহু ইতিবাচক পরিবর্তন আসে, জানাচ্ছে গবেষণা
তবে, শুধু পছন্দই নয় অনেকে অপছন্দও করেছেন। সমালোচনা করে অনেকে লিখেছেন, কীভাবে জিমে শাড়ি পরার অনুমতি দেওয়া হল? কারণ এই ধরনের ভিডিয়ো দেখে অনেকেই শাড়ি পরে জিম করার চেষ্টা করতে পারেন। ফলে তাঁদের চোট-আঘাত লাগার সম্ভবনা বাড়বে। বিপদ এড়াতে এই ধরনের ভিডিয়ো প্রচার না করাই উচিত।