তরুণীদের মনে প্রথম থেকেই ঝড় তুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁকে এক ঝলক দেখার জন্য অনুরাগীরা বহুবার নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। কেউ বিরাটের (Virat) সঙ্গে সেলফি তুলেছেন, কেউ আবার অটোগ্রাফ নিয়েছেন। কেউ আবার পছন্দের ক্রিকেটারের কাছে না পৌঁছতে পারায় আক্ষেপ করেছেন। এবার এক পাগল ভক্ত প্রকাশ্যে চুমু খেয়ে বসলেন বিরাটকে। যে অবাক করা কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সদ্য কোহলির এক অনুরাগীর ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে কোহলির মোমের মূর্তিতে একের পর এক চুমু খাচ্ছেন ওই তরুণী। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফ্যানের এহেন পাগলামো দেখে মজার কমেন্ট করেছেন নেটিজেনরা। কেউ আবার লিখেছেন, বিরাটের মূর্তিটাও সুরক্ষিত না।
আরও পড়ুন- ৩১ মার্চ থেকে শুরু আইপিএল, এবার মোট ১২টি শহরে হবে টি২০ টুর্নামেন্ট