জিমে (GYM viral video) শরীরচর্চা করতে এসেছিলেন । কিন্তু, তাই নিয়ে বেঁধে গেল গোল । দুই মহিলার মধ্যে রীতিমতো শুরু হয়ে যায় চুলোচুলি । ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটা জিমের ছবি । যেখানে বেশ কয়েকজন মহিলা শরীরচর্চা করছেন । সেখানে দেখা গেল এক মহিলা ওয়েট লিফটিং করছিলেন । তার সামনেই দাঁড়িয়েছিলেন অন্য এক মহিলা । ওই মহিলার ওয়েট লিফটিং শেষ হতেই তিনি সেখানে বসতে যান । তখনই পিছন দিক থেকে আরেক মহিলা এসে কনুইয়ের গুঁতো দিয়ে সেখান থেকে তাঁকে সরিয়ে দেন । আর তারপরেই বেঁধে যায় গোল । দু'জনের মধ্যে প্রথমে হাতাহাতি, তারপরই শুরু হয়ে যায় চুলোচুলি ।
জিমের বাকি মহিলারা এসে দু'জনকে শান্ত করার চেষ্টা করে । ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে এই নিয়ে হাসি মসকরা শুরু হয়েছে ।