রবিবার কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের যন্তর মন্তর থেকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিল দিল্লি পুলিশ (wrestlers protest)। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল, পুলিশের গাড়িতে বসেই হাসি মুখে সেলফি তুলছেন সঙ্গীতা ফোগাট এবং ভিনেশ ফোগাট। সেই ছবি বিজেপির আইটি সেল ফটোশপ করা বলে দাবি করেন বজরং পুনিয়া, ফটোশপ করার আগে আসল ছবিটিও শেয়ার করলেন তিনি।
ফটোশপ করা ছবি প্রসঙ্গে ইউটিউবার ধ্রুব রাঠী জানিয়েছেন, ছবি যে এআই এর মাধ্যমে এডিট করা হয়েছে, তা দুজনের নিখুঁত একরকম দেখতে দাঁত থেকেই স্পষ্ট।
ভিনেশের ইন্সটাগ্রাম থেকে পুরনো ছবি নিয়ে পোস্ট করে অনেকেই বলছেন, ভিনেশের গালে টোল পড়ে না, অথচ ফটোশপ হওয়া ছবিতে ভিনেশের গালে টোল!