মাত্র ১৯ বছর বয়স তাঁর। তার মধ্যেই দেশের কনিষ্ঠতম ধনকুবেরে তকমা পেলেন গ্রসারি ডেলিভারি স্টার্ট-আপ 'জেপ্টো'র (Zepto) অন্যতম প্রতিষ্ঠাতা কৈবল্য বোহরা (Kaivalya Vohra)! ২০২২ সালের হুরুন ইন্ডিয়ার ধনীদের (Hurun India rich list) তালিকায় জায়গা পেলেন তিনি। তালিকায় রয়েছেন তাঁর জেপ্টো'র সহ-প্রতিষ্ঠাতা আদিত পালিচাও (Aadit Palicha)। কৈবল্য বোহরার মোট সম্পত্তির পরিমাণ ১,০০০ কোটি টাকা। অন্যদিকে, ১,২০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে তালিকায় রয়েছেন ২০ বছর বয়সী আদিত পালিচাও। দেশের সেরা ধনীদের তালিকায় ১০৩৬তম স্থানে রয়েছেন কৈবল্য। আদিত রয়েছেন ৯৫০তম স্থানে। এর আগে, আন্তর্জাতিক ফোর্বস (Forbes list) ম্যাগাজিনের ই-কমার্স বিভাগের ৩০ অনূর্ধ্ব এশিয়ার ধনী তালিকাতেও জায়গা করে নেন দু’জনে।
আরও পড়ুন: সাইকেল চালিয়ে যাচ্ছেন এক আরোহী, আচমকাই চিতার হানা, তারপর...
এই দুজনই প্রবাসী ভারতীয়। বড় হয়েছেন দুবাইতে। আমেরিকার স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Stanford university) পড়তে পড়তেই কম্পিউটার সায়েন্সের পাঠ মাঝপথে চুকিয়ে দেশে ফিরে নতুন ব্যবসা শুরু করেন তাঁরা। সেটা ২০২০ সাল। শুরু হয় তাঁদের প্রথম স্টার্ট-আপ 'কিরানাকার্ট' (Kiranakart)। করোনা কালে সেই সময় নিত্যপণ্য কিনতে অনলাইন মাধ্যমই ভরসা নাগরিকদের, সেই সুযোগকেই কাজে লাগান দুই বন্ধু। প্রথমে প্রয়োজনীয় জরুরি পণ্যই পৌঁছে দিতেন তাঁরা। ধীরে ধীরে খাদ্য, মণিহারি পণ্যও যুক্ত হয় তালিকায়।
২০২১ সালে তাঁরা জেপ্টো'র (Zepto) প্রতিষ্ঠা করেন। মাত্র এক বছরের মধ্যেই যার সাফল্যের মাধ্যমে ব্যবসায়ীক যাত্রাপথ ক্রমশ সুগম হয়ে উঠছে এই দুই তরুণ তুর্কির কাছে।