ঘোড়ায় চড়ে যুদ্ধ করার দিন হয়তো চলে গিয়েছে। তবে এখনও অনেক বিয়েবাড়িতে বর ঘোড়ায় চড়েই বিয়ে করতে আসেন৷ কিন্তু ঘোড়ার পিঠে চড়ে খাবার ডেলিভারি! এমনও হয়! হায়দ্রাবাদের চঞ্চলগুড়ার এলাকার বাসিন্দারা হাঁ করে দেখেন সেই আশ্চর্য দৃশ্য৷ জোম্যাটোর ডেলিভারি বয় অশ্বারোহী হয়ে চলেছেন খাবার পৌঁছে দিতে।
মঙ্গলবার ছিল ট্রাক ধর্মঘট। তার ফলে তৈরি হয়েছিল জ্বালানি সংকট। বিভিন্ন পেট্রোল পাম্পের বাইরে ছিল সুদীর্ঘ লাইন৷ কিন্তু খাবার তো ডেলিভারি দিতে হবে ঠিক সময়ে। টানা তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পেট্রোল না পেয়ে ঘোড়ার পিঠে চেপে খাবার দিতে যান ওই ডেলিভারি বয়। সেই ভিডিও এখন ভাইরাল
CAA: Loksabha: লোকসভার আগেই দেশজুড়ে চালু CAA? সূত্রের দাবিতে শোরগোল
অনেকেই অবাক হয়ে গিয়েছেন এই দৃশ্য দেখে।অনেকেই আবার উচ্ছ্বসিত প্রশংসা করছেন কর্তব্যনিষ্ঠার।