কেক-এর উপর যথেষ্ট শব্দ লেখা যাচ্ছে না, তা নিয়ে অনুযোগ করে শব্দসংখ্যা বাড়ানোর অনুরোধ করেছিলেন জোম্যাটোর এক গ্রাহক। এবার সেই মজার অনুরোধই জোম্যাটোর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হল।
গৌরব নামের জোম্যাটোর এক গ্রাহক একজনের জন্য জন্মদিনের কেক অর্ডার করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, "দয়া করে এখানে লেখার জন্য শব্দসংখ্যা বাড়ান"। তারপর একটি স্ক্রিনশট শেয়ার করেন তিনি। সেখানে ছিল তাঁর করা অর্ডারের বিবরণ। আর তার সঙ্গেই ছিল জন্মদিনের কেক-এর ছবি। যেখানে জন্মদিনের বিশেষ কেকটিতে লেখা ছিল 'Happy Birthday Isha possib'। স্পষ্টতই, 'হ্যাপি বার্থডে'র পর নামটি যে পুরোপুরি আসেনি, তা বোঝাই যায়।
এর উত্তর দিতে গিয়ে মজা করে জোম্যাটোর পক্ষ থেকে লেখা হয়, ""Will talk to tech team if possib."
ইতিমধ্যেই পোস্টটি দেখে ফেলেছেন ১ লক্ষ ১০ হাজারের বেশি নেটিজেনরা।