বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা বাগডোগরার কাছে গোসাইপুর এলাকায়। একজন শিশু সহ ৬জন ছিলেন একটি গাড়িতে। গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। গাড়িটি একটি যাত্রীবাহী বসে ধাক্কা মারে বলে খবর। ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম অবস্থায় আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
Covid Update-India: দেশে করোনার ছোবল অব্যাহত, নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৯ জন
জানা গিয়েছে, দক্ষিনেশ্বর থেকে কালিম্পঙের দিকে যাচ্ছিল গাড়িটি। স্থানীয়দের দাবি, চালকের ভুলেই এই ঘটনা। পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।