মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে। নবান্নের বৈঠক থেকে উপনির্বাচনের প্রার্থী বাছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের বৈঠকে কুণাল ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দারদের ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সুপ্তি পান্ডেকেও ডাকা হয়েছিল। নবান্ন সূত্রে খবর, আগামী ১০ জুলাই মানিকতলা উপনির্বাচনে সাধন পান্ডের স্ত্রীকেই প্রার্থী করা হচ্ছে।
সুপ্তি পান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠীও ছিলেন। জল্পনা ছিল, মানিকতলা আসন থেকে সাধন পান্ডের মেয়ে শ্রেয়াকে প্রার্থী করতে পারে তৃণমূল। ২০২২ সালে সাধন পান্ডে প্রয়াত হওয়ার পর মানিকতলার উপনির্বাচন হয়নি। ২০২১ ভোটে মানিকতলায় সাধন পান্ডের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির কল্যাণ চৌবে।