মহিলা ভোটাররা ছাপিয়ে যেতে পারেন পুরুষ ভোটারদের। নারী-পুরুষের অনুপাত নিয়ে এমনই এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্ট বলছে ২০২৯ সালে মহিলা ভোটাররা ছাপিয়ে যেতে পারেন পুরুষ ভোটারদের।
এসবিআই রিসার্চ প্রকাশিত ওই রিপোর্টে জানা গিয়েছে, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল সাড়ে ৮৯ কোটি। তার মধ্যে মহিলা ভোটারের মোট সংখ্যা ছিল ৪৩কোটি। রিপোর্ট অনুযায়ী, তার মধ্যে ১৯ কোটি মহিলা ভোট দেন। এবার ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি ৮০ হাজার। এর মধ্যে ৪৯ কোটির বেশি পুরুষ ভোটার। ৪৭ কোটি মহিলা ভোটার।
রিপোর্ট বলছে, ২০২৯ সালের সাধারণ নির্বাচনে ৭৩ কোটি ভোটার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। তাদের মধ্যে ৩৭ কোটি মহিলা ও ৩৬ কোটি পুরুষ হওয়ার সম্ভাবনা।