বছরের প্রথম দিনই জোরালো ভূমিকম্পে (Japan-Earthquake) কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫ ম্যাগনিটিউড। জারি করা হয়েছে সুনামি সতর্কতা (Tsunami Alert)। আমেরিকার জিওলজিকাল সার্ভে জানিয়েছে ভূগর্ভের ৩২ কিলোমিটার গভীরে কম্পন হয়েছে। এখনও এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চারদিন আগে জাপানে আরও একবার ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরের উপর কুরলি দ্বীপ ও সংলগ্ন এলাকা পরপর দুবার কেঁপে ওঠে। সেই কম্পনের মাত্রা ছিল ৬.৫ ও ৫ ম্য়াগনিটিউড। সোমবারের কম্পনের তীব্রতা আগের থেকে অনেকটাই বেশি।
আরও পড়ুন: স্তব্ধ হল আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কণ্ঠ, প্রয়াত জন পিলগার
সোমবর কম্পনের একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। সমুদ্র তীরবর্তী এলাকায় থেকে মানুষদের সরানোর কাজ শুরু করেছে জাপান সরকার।