জেলেনেস্কি: যুদ্ধ চলাকালীন পরই সবার সমস্য়া শুরু হয়। আপনাদেরও সমস্য়া হয়।
ট্রাম্প: আপনি জানেন না।
জেলেনেস্কি: ঈশ্বরের আশীর্বাদ, যে আপনাদের যুদ্ধ চলছে না।
ডোনাল্ড ট্রাম্প: আমরা কী মনে করি, তা শেখাতে আসবেন না। আমরা সমস্য়া সমাধান করতে চাইছি। (জেলেনেস্কি: আমি আপনাকে বলছি না)। তুমি বলার মতো জায়গাতেই নেই, যে আমরা কী ভাবি। তুমি যদি ভাল জায়গায় থাকে, আমরাও ভাল থাকব, শক্তিশালী হব। তোমরা এই মুহূর্তে ভাল জায়গায় নেই। তাই আমাদেরও পজিশন খারাপ হয়েছে। তোমার কাছে খেলার মতো কোনও কার্ড নেই। আমাদের সঙ্গে থাকলে, কার্ড থাকবে। (জেলেনেস্কি: আমি কোনও কার্ড ফেলছি না)। তুমি কার্ড খেলার চেষ্টা করছ। তুমি লাখ লাখ মানুষের ভবিষ্য়ত নিয়ে ছিনিমিনি খেলছিল। তুমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছ। তুমি যা করছ, তা আমেরিকার জন্য় অসম্মানজনক। এই দেশ তোমাদের জন্য় যা করেছে, তা অনেকেই করেছি, যারা কথা দিয়েছে।
জে ডি ভান্স: তুমি কি একবারও ধন্য়বাদ বলেছেন? (জেলেনেস্কি: অনেকবার বলেছি, আজও বলেছি)। এই বৈঠকে একবারও ধন্য়বাদ বলেছেন? আপনি পেনসিলভিনিয়া গেছেন। গত অক্টোবরে বিরোধীদের জন্য় প্রচার করেছেন। আমেরিকার কাছে সাহায্য় প্রার্থনা করেছেন। প্রেসিডেন্ট তোমার দেশকে সাহায্য়ই করতে চাইছেন।
জেলেনেস্কি: আপনারা যদি সেটা চান, তা হলে যুদ্ধ নিয়ে একটু জোরে বলুন।
ডোনাল্ড ট্রাম্প: ও জোরে বলছে না। ও জোরে বলছে না। তোমার দেশ সমস্য়ায় আছে। (জেলেনেস্কি: আমি কি উত্তর দিতে পারি?) সমস্য়ায় আছে তোমার দেশ। (আমি জানি)। তুমি জিততে পারোনি। তুমি জিতবেও না। আমরা আছি, তাই তোমার কাছে বড় সুযোগ আছে।
জেলেনেস্কি: আমরা এখনও দেশে আছি। মন শক্ত করে দেশে আছি। যুদ্ধ শুরু হওয়ার সময় থেকে আমরা একা হয়ে গিয়েছিলাম। তার জন্য় ধন্য়বাদ। আমি ক্যাবিনেটে ধন্য়বাদ বলেছি।
ট্রাম্প: আগের প্রেসিডেন্টের আমলে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল আমেরিকা। আমরা মিলিটারি ইকুইপনেন্ট দিয়ে সাহায্য় করেছি। আমেরিকা যদি সাহায্য় না করত, দু সপ্তাহে ওই যুদ্ধ শেষ হয়ে যেত।
জেলেনেস্কি: আমি পুতিনের কাছেও শুনেছি, তিন দিনে শেষ হয়ে যেত। (ট্রাম্প: আরও কম সময়ে) দুই সপ্তাহেই, হয়তো শেষ হয়ে যেত।
ট্রাম্প: এভাবে কিন্তু ব্য়বসা করা যাবে না, আমি বলে দিচ্ছি।
জে ডি ভান্স: শুধু ধন্য়বাদ বলে দাও, যে মতান্তর আছে। ওই মতান্তর নিয়ে বলুন। আমেরিকান মিডিয়ার সামনে না বলে, এখানে বলুন। আমরা যদিও জানি, তুমি সম্পূর্ণ ভুল।
ট্রাম্প: এখানে যা হচ্ছে, তা আমেরিকার মানুষের জানা উচিত। খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি এই আলোচনা এতক্ষণ টানলাম। মানুষ মরছে। সেনাদের মানসিকতা খারাপ হচ্ছে। হঠাৎ আপনি বললেন, যুদ্ধবিরতি চাই না। যুদ্ধবিরতি চাই না। শোনো, তুমি যদি যুদ্ধবিরতি পাও, নিয়ে নাও। বুলেট উড়বে না। মানুষও মরবে না। (জেলেনেস্কি: আমরা যুদ্ধ বন্ধ করতেই চাই। কিন্তু আমার মনে হচ্ছে, আপনারা তা দেখতে পাচ্ছেন না। আমাদের দেশের মানুষ কী চায়, সেটাও জানা উচিত)।
ওখানে আমি ছিলাম না। বাইডেন বলে একজন ছিলেন। যে স্মার্ট নয আরও একজন ছিলেন ওবামা। যে তোমাকে কিচ্ছু দেয়নি, আমি তাও তোমাকে অনেক কিছু দিয়েছি। আমাদের সঙ্গে ব্যবহার করার মতো কোনও কার্ড নেই তোমার কাছে। আমাদের সঙ্গেই চলতে হবে তোমাকে।