USA-Russia Meet: শান্তি চাইছে ট্রাম্প-পুতিন! ইউক্রেনকেই দুষছে আমেরিকা, কী চাইছে চিন ও ভারত

Updated : Feb 20, 2025 15:46
|
Editorji News Desk

উইন্ডস অফ চেঞ্জ। গত চার বছরে যে তৃতীয় বিশ্বযুদ্ধের হাওয়া তৈরি হয়েছিল, তা যেন একটি বৈঠকে কিছুটা হলেও কাটল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম কাছাকাছি এল আমেরিকা ও রাশিয়া। সৌদি আরবে একই টেবিলে বৈঠকে বসল ওয়াশিংটন ও ক্রেমলিন। চার ঘণ্টার ওই বৈঠকের পর অনেকটাই হালকা হল পরিস্থিতি। আর এই উত্তপ্ত পরিস্থিতির আঁচে যেন জল ঢালল রিয়াধ। কিন্তু রিয়াধ কোন কূটনৈতিক স্বার্থে এই কাজ করল। এতে ভারতের লাভ কী!

ক্ষমতায় এসেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও নিরপেক্ষ দেশে এই দুই সর্বশক্তিমান দেশের বৈঠক হবে। এমনই ঠিক হয়েছিল তখন। রিয়াধের কূটনৈতিক বিশেষজ্ঞ আলি শিহাবি CNN-কে জানিয়েছেন, "আমার মনে হয় না, দুই দেশের কাছে সৌদি আরবের থেকে ভাল বিকল্প ছিল। সৌদির সঙ্গে ট্রাম্প ও পুতিন, দুজনেরই ভাল সম্পর্ক।" তাঁর মতে, সৌদি বিশ্বের অন্যতম বড় শক্তি। সৌদির প্রিন্স বিন সলমান নিজেদের বড় শক্তি হিসেবে প্রমাণ করতে চাইছিলেন। আমেরিকা, রাশিয়া তেলের জন্য় অনেকটাই নির্ভর করে সৌদির উপর। তাই দুই দেশই রিয়াধে বৈঠকের জন্য় রাজি হয়েছেন বলে মত কূটনৈতিক মহলের। তবে ওই বৈঠকে ইউক্রেনকে রাখা হয়নি। তা নিয়ে খুশি নয় ইউক্রেন।   কী উঠে এল বৈঠকে। কী বলছেন দুই সর্বশক্তিমান রাষ্ট্রনেতা ট্রাম্প ও পুতিন।  

তিন বছর আগে, ২০২২ সালের এই ফেব্রুয়ারিতেই ইউক্রেনে হামলা চালায় রাশিয়ান সেনাবাহিনী। টানা তিন বছর কোনও বিরতি না নিয়ে টানা যুদ্ধ চালিয়ে গিয়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন অসংখ্য় মানুষ। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। নষ্ট হয়েছে স্থাপত্য়, শিল্প, ভাস্কর্য। মঙ্গলবার বৈঠকে সেই ইউক্রেনের দিকেই কিন্তু আঙুল তুলল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এতদিন এই যুদ্ধের জন্য় তিনি হতাশ। ইউক্রেন নিজেরাই উদ্য়োগ নিয়ে এটা মিটিয়ে নিতে পারত। সৌদি আরবে ওই বৈঠকে ছিলেন মার্কিন সচিব মার্কো রুবিও।  রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গি ল্যাভরভ জানিয়ে দেন, ইউক্রেনে NATO শক্তির কাছে তাঁরা কোনও ভাবেই মাথানত করবে না। তবে আমেরিকার সঙ্গে আলাদা করে আলোচনা করতে তাদের আপত্তি নেই। এই যুদ্ধ থামানোর জন্য পদক্ষেপ নিতে একযোগে কাজ করবে দুই দেশ। 

Byte
Donald Trump
0:30-2:25
ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট, আমেরিকা


আমেরিকা ও রাশিয়ার এই বৈঠকের পর বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ হতে পারে। ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিশ্বে শান্তি আনবেন। যত সময় যাচ্ছে, সেটিই যেন প্রমাণিত হয়ে চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি হিসেবে আমেরিকার সঙ্গে ছিল চিন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল। সেই সময় আমেরিকার সঙ্গে ছিল সোভিয়েত ইউনিয়ন।  সোভিয়েত ইউনিয়ন ভাঙার আগে থেকেই রাশিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় আমেরিকার। চিনের সঙ্গেও দূরত্ব তৈরি করে ফেলে আমেরিকা। ১৯৬২ সালে ইন্দো-চিন যুদ্ধের সময় সম্পর্ক খারাপ হয় আমেরিকা ও চিনেরষ। তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট কেনেডি চিনকে রাশিয়ার থেকেও ভয়ঙ্কর বলে ব্যাখ্যা করেন। এরপর রাষ্ট্রসঙ্ঘ, জেনেভা সম্মেলন, ব্রিকস সম্মেলনে একাধিকবার বিভিন্ন ইস্যু নিয়ে ঝামেলায় জড়িয়েছে চিন ও আমেরিকা।  ডোনাল্ড ট্রাম্পের আমলেই ২০১৭ সালে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবথেকে তলানিতে গিয়ে পৌঁছয়। জো বাইডেনের আমলেও সেভাবে কোনও বাণিজ্যিক চুক্তি হয়নি আমেরিকা ও চিনের। 

কিন্তু বিশ্বজুড়ে যুদ্ধের আবহে অনেক কিছু বদলেছে। আমেরিকা-রাশিয়া কাছাকাছি আসার পরে চিনও কিন্তু আমেরিকার প্রতি সুর নরম করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ মেটাতে যেভাবে এগিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প, তার প্রশংসাই করেছে চিন। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শান্তিচুক্তি দীর্ঘদিন ধরে আটকে ছিল। অবশেষে আমেরিকা ও রাশিয়া কথা বলেছে। চিনের আশা, এই বৈঠক ফলপ্রসূ হবে। চিনের মুখপাত্র গুও জিয়াকুন জানিয়েছেন, চিন সব সময় ডায়লগস ও নেগোশিয়েশনেই বিশ্বাস করে। সব সমস্য়ার সমাধান এর মাধ্য়মেই হয়।    

রিয়াধে আমেরিকা-রাশিয়ার বৈঠক ও চিনের প্রশংসা। এই ঘটনায়  সব সমীকরণ যেন ঘেঁটে গিয়েছে। কূটনৈতিক সম্পর্ক পাল্টাতে শুরু করেছে। এই ঘটনায় শুধু কিয়েভের টেনশন নয়। টেনশন বাড়ছে ইউরোপীয় ইউনিয়ন সদস্য় ও ন্যাটো সদস্য়দেরও। রিয়াধ দুই দেশের মধ্য়স্থতা করে অন্য স্বপ্ন দেখছে। ভবিষ্য়তে একই টেবিলে ইজরায়েল ও প্য়ালেস্তাইনকেও বসাতে চায় সৌদি আরব। রাশিয়া ও আমেরিকার সম্মতি থাকলে, গাজা সীমান্তের সমস্য়াও মিটে যাবে বলে মনে করছে কূটনৈতিক মহল।   

USA

Recommended For You

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির

editorji | বিদেশ

European Union in India: নয়াদিল্লির দরবারে ইউরোপ, ভরসা নরেন্দ্র মোদী! কী চাইবে ভারত!

editorji | বিদেশ

Trump Gaza: নাইট ক্লাবে সুন্দরীদের সঙ্গে ট্রাম্প, পুলে গা এলিয়ে নেতানিয়াহু, সমুদ্রতটে এলন মাস্ক

editorji | বিদেশ

Russia-Ukraine War: রাষ্ট্রসঙ্ঘেও রাশিয়ার পাশে আমেরিকা, ইউরোপকে পাশে পেল ইউক্রেন, যুদ্ধ কবে শেষ?