ভাসমান শহর তৈরি হতে চলেছে মালদ্বীপে (maldives floating city)। তৈরি করবে হল্যান্ডের একটি বহুজাতিক সংস্থা। মালদ্বীপের (Maldives) রাজধানী মালে থেকে ১০ মিনিট দূরত্বের মধ্যেই তৈরি হবে এই শহরটি। জানা গিয়েছে, মালদ্বীপের এই ভাসমান শহরে (Floating city) মোট ২০ হাজার বাসিন্দা থাকবেন। পুরো শহরটি তৈরি শেষ হওয়ার পর সমস্ত বাসিন্দা স্থানান্তরিত হতে পারবেন ২০২৪ সালের শুরুতেই।
আরও পড়ুন: উত্তম সুচিত্রার চরিত্রে শাশ্বত-ঋতুপর্ণা! মুক্তি পেল 'অচেনা উত্তম'-এর ট্রেলার
রিপোর্টের প্রকাশ, এই ভাসমান শহরটিতে (Floating city in Maldives) থাকবে বাড়ি, দোকান এবং স্কুল। স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকার খরচ দেড় হাজার মার্কিন ডলার থেকে আড়াই হাজার মার্কিন ডলারের মধ্য়ে।
জলবায়ু সংকট এবং ক্রমশ উপরে উঠে আসা সমুদ্রপৃষ্ঠের সঙ্গে মোকাবিলা করার জন্যই এই বিশেষ ধরনের শহরটি তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। মালদ্বীপের (Maldives) বেশিরভাগ দ্বীপেরই (Islands) সমুদ্রপৃষ্ঠ থেকে ১ মিটারেরও কম পার্থক্য। খুব তাড়াতাড়িই বহু দ্বীপই জলের তলায় চলে যাবে।
তবে, জলস্তরের উপরে হওয়ায় ভাসমান শহরের (Floating city in Maldives) জলের তলায় চলে যাওয়ার কোনও আশঙ্কা নেই।