ইজরায়েলের পাশে থাকলেও গাজার বাসিন্দাদের সবরকম সহযোগিতার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবারেই তিনি প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেন। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতি দিয়ে এবিষয়ে জানানো হয়েছে।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েল এবং প্যালেস্টাইন সরকারের সঙ্গে কথা বলেছেন জো বাইডেন। দুই দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি প্যালেস্টাইনের প্রেসিডেন্টকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।
Read More- গাজা আক্রমণে খতম হামাসের বায়ুসেনার বড় কম্যান্ডার, দাবি ইজরায়েলের
জানা গিয়েছে, মূলত গাজা শহরের কথা উল্লেখ করেছেন জো বাইডেন। কারণ মূলত ওই শহর থেকেই যুদ্ধ পরিচালনা করছে হামাস গোষ্ঠী। অন্যদিকে ইজরায়েলের তরফেও একাধিক হামলা করা হয়েছে গাজায়। একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওই শহর।