এ'বছরের নোবেল পুরস্কার প্রদান (Nobel Prize) অনুষ্ঠানে দেখা যাবে না রাশিয়াকে। শনিবার, রাশিয়া-বেলারুশ-ইরানকে (Russia-Belarush-Iran) পাঠানো আমন্ত্রণ প্রত্যাহার করল নোবেল ফাউন্ডেশন।
একদিন আগেই তিন দেশকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল নোবেল ফাউন্ডেশন। তীব্র অসন্তোষের মুখে, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল নোবেল ফাউন্ডেশন।
গত বছরও, ইউক্রেন সংঘাত এবং অভ্যন্তরীণ দমনের কারণ দেখিয়ে এই তিন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছিল নোবেল ফাউন্ডেশন। এ বছর আমন্ত্রণ জানানোর পর পশ্চিমী দেশগুলিতে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়।
তবে ক্ষোভের মুখে অপ্রত্যাশিত সিদ্ধান্ত বদলেও অবশ্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে নোবেল পুরস্কারের ভূমিকা নিয়ে চর্চা শুরু হয়েছে। সুইডেনের নোবেল ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরেও অসলোর নরওয়েইয়ান নোবেল ইনস্টিটিউট নোবেল শান্তি পুরস্কার প্রদান সকল দেশের প্রতিনিধিদেরই আমন্ত্রণের ঐতিহ্য ধরে রেখেছে।