কোনও রেস্তরাঁ বা খাবারের দোকানের প্রাথমিক কর্তব্য পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যবিধিকে প্রাধান্য দেওয়া । কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখলে চমকে যাবেন আপনিও । যদি দেখেন, নাকে আঙুল দেওয়ার পর, সেই আঙুল বা হাত দিয়েই আপনার প্রিয় খাবারটি তৈরি হচ্ছে, তাহলে কেমন লাগবে ? সম্প্রতি, সেরকমই একটি ঘটনা ঘটেছে জাপানের ডমিনোজের একটি রেস্তরাঁয় ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, সংস্থার এক কর্মী পিৎজা তৈরি করতে করতে নাকে আঙুল দিচ্ছেন । শুধু তাই নয়, সেই আঙুল মুছতে দেখা গেল ওই পিৎজার জন্য মেখে রাখা ময়দায় । দেখে বোঝা যাচ্ছে, ইচ্ছাকৃতভাবেই কাজটা করেছেন ওই কর্মী । গোটা ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছে ডমিনোজ । সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ময়দা কোনও পিৎজা তৈরিতে ব্যবহার করা হয়নি । এছাড়া, ভিডিওতে যে কর্মীর মুখ দেখা যাচ্ছে, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
ডোমিনোজ জানিয়েছে, পরবর্তীকালে যাতে এরকম কোনও ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হচ্ছে । আমাদের গ্রাহকদের কাছে আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী । ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা । ওই আউটলেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের জন্য় অনুরোধ করেছেন ।