গত একবছর থেকে অস্থির বাংলাদেশের পরিস্থিতি। দিনকে দিন সেই দেশে লালিত হচ্ছে ভারত বিদ্বেষ। গত অগাস্টে বাংলাদেশে আওয়ামী লিগের সরকারের পতন। ভারতের প্রতিবেশী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। কী হবে আগামী দিনের সমীকরণ, তা নিয়ে সংশয় ছিল। এই নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প।
আগামী দিনে বাংলাদেশের ভবিষ্য়ত কী হবে! আমেরিকার নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কি বাংলাদেশ নতুন কোনও সুবিধা পাবে! তা জানার অপেক্ষায় ছিল তামাম বাংলাদেশ। কিন্তু ওভাল হাউজে যৌথ সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, বাংলাদেশ নিয়ে তিনি কোনও সিদ্ধান্ত নেবেন না। সব সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই ছেড়ে দিলেন আমেরিকার নয়া প্রেসিডেন্ট। বাংলাদেশ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে আর বাধা থাকছে না ভারতের। কিন্তু কতটা কূটনৈতিক সিদ্ধান্ত নেবে, তা ঠিক করবে নয়াদিল্লি।