গাজায় বিমান হামলায় বড়সর সাফল্য দাবি করল ইজরায়েল। শনিবার ইজরায়েলী সেনার দাবি, শুক্রবার তাদের হামলায় প্রাণ হারিয়েছে হামাসের বাযুসেনার অন্যতম কম্যান্ডার আবু মুরাদ। যদিও ইজরায়েলীর এই দাবির কোনও সত্যতা স্বীকার করেনি হামাস।
শুক্রবার সন্ধ্যা থেকেই নাগাড়ে গাজার উপর বোমা বর্ষণ করেছেন ইজারেয়লী বোমারু বিমান। মূলত তাদের টার্গেটই ছিল হামাসের সদর দফতর। এই ঘটনাতেই মুরাদ খতম হয়েছে বলেই দাবি তেল আভিভের। তাদের আক্রমণে হামাসের বেশ কয়েকজন সিনিয়র কম্যান্ডারও মারা গিয়েছেন বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন : লেবানন সীমান্তে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত রয়টার্সের সাংবাদিক, আহত অনেক
গত এক সপ্তাহে পশ্চিম এশিয়ার প্রান্তে রক্ত ঝরেছে। ইজরায়েলে যুদ্ধের বলি হয়েছেন অন্তত ১৩০০ মানুষ। পাল্টা প্যালেস্তাইনে মৃত্যু হয়েছে প্রায় ১৬০০ জনের। গত শনিবার ইজরায়েলে হামলা চালায় হামাস। তার পরেই শুরু হয় যুদ্ধ।