বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO-এর নজরে ভারতের এক সংস্থার তৈরি কাশির সিরাপ । সম্প্রতি, আফ্রিকার গাম্বিয়ায় (Gambia) প্রয়া ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে । কিডনি বিকল হয়ে তাদের মৃত্যু হয়েছে । আর প্রাথমিক তদন্ত বলছে, কিডনি বিকল হওয়ার কারণ ওই কাশির সিরাপ (Cough Syrup) হতে পারে । এই নিয়ে সতর্কবার্তাও দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO ।
WHO-র তরফে বলা হয়েছে,ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালসের মোট চারটি কাশির সিরাপ শিশুদের কিডনি বিকল হওয়ার কারণ । ওই চার সিরাপ পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলির মধ্যে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্রাইকল এবং এথিলিন গ্লাইকল রয়েছে । এই পদার্থগুলি মানুষের জন্য ক্ষতিকর হতে পারে । এর প্রভাবে "পেটে ব্যথা, বমি, ডায়রিয়া, ইউরিনে সমস্যা, মাথাব্যথা এবং কিডনির সমস্যা হতে পারে । যার জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে চার কাফ সিরাপের কথা বলছে, সেগুলি হল প্রোমেথাজিন ওরাল সলিউশন (Promethazine Oral Solution), কোফেক্সম্যালিন বেবি কাফ সিরাপ (Kofexmalin Baby Cough Syrup), ম্যাকফ বেবি সিরাপ ( Makoff Baby Cough Syrup) এবং ম্যাগ্রিপ এন কোল্ড সিরাপ (Magrip N Cold Syrup)।
হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, চার কাফ সিরাপের সঙ্গে কিডনি সংক্রান্ত সমস্যা এবং শিশুদের মৃত্যুর যোগাযোগ থাকতে পারে । গাম্বিয়া ছাড়া অন্য দেশেও এই চার সিরাপ ব্যবহার করা হতে পারে । তাই, সেসব দেশের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে ।