মেয়েদের পড়াশোনা (Iran girls poisoned) বন্ধ করতে দেওয়া হচ্ছে বিষ ! শুনতে অবাক লাগলেও এমনটাই প্রতিনিয়ত ঘটে চলেছে ইরানে (Iran)। যার সত্যতা স্বীকার করেছেন খোদ ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি । গত বছর থেকে ইরানের কওম শহরে একাধিক ছাত্রীর শরীরে বিষক্রিয়ার প্রমাণ মিলেছে । সম্প্রতি এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, তদন্ত করে দেখা গিয়েছে, ইচ্ছাকৃত ভাবে এই কাজ করা হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁরা চান, সমস্ত স্কুল, বিশেষত মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক ।
গত বছরের নভেম্বর মাসে কওম শহরে ছাত্রীদের শরীরে বিষক্রিয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে । অনেককে ভর্তি করানো হয়েছে হাসপাতালেও। এরপরই অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এই ঘটনার ব্যাখ্যা চান । সেই সময়, ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি এই বিষয়ে তদন্তের আশ্বাস দেন । ওই তদন্তেই উঠে এসেছে যে পড়াশোনা বন্ধ করার জন্য মেয়েদের ইচ্ছাকৃত বিষ দেওয়া হচ্ছে ।
যদিও, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সেসব বিষয়ে কিছুই জানানো হয়নি । এই বিষয়ে আরও তদন্ত চলছে বলে খবর ।