রাত তখন ১১টা। প্রথমে পর পর বিস্ফোরণ। তারপর দাউদাউ করে আগুন। মুহূর্তের মধ্য়ে বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেনার ডিপো পরিণত হল কার্যত ধ্বংস্বক্ষেত্রে। এই ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৫০-এর বেশি। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে ডিপোর কর্মী ছাড়াও আছেন পুলিশ ও দমকলের কর্মীরাও। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী থেকে লাগল এত বড় আগুন ? প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ডিপোর মধ্য়ে থাকা রায়সনিক থেকে বিস্ফোরণ হয়। কোনও একটি কন্টেনারের মধ্য়ে এই রাসায়নিক রাখা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। যার জেরে আগুন লাগা মাত্রই তা অন্যত্র ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে আশপাসের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা গিয়েছে, শনিবার রাত ১১টা থেকে যে আগুন লেগেছে তা সকাল পর্যন্ত জ্বলছে। চট্টগ্রামের দমকলের এক কর্তা জানিয়েছেন, প্রাথমিক ভাবে ১৯টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতেও বেগ পেতে হয়।