চলতি বছরের ৫ অগাস্ট পদত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘটনার পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে পড়শি দেশে। এবার শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাঁর বিস্ফোরক মন্তব্য, হাসিনাকে পদ থেকে সরানোর জন্য আটঘাট বেঁধে নামা হয়েছিল। এবং পুরো আন্দোলনের পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল।
বর্তমানে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় রয়েছেন মহম্মদ ইউনুস। সেখানে একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ওই অনুষ্ঠানে বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে একাধিক তথ্য ফাঁস করেন। তাঁর দাবি, পিছনে থেকে পুরো আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন মহফুজ আবদুল্লাহ। যাঁর নাম অনেকেই জানেন না। এমনকি কোনওদিনই প্রকাশ্যে আসেননি তিনি।
কিন্তু মহফুজ আবদুল্লাহ কে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারীর ভূমিকায় রয়েছেন মহফুজ। শপথ নেওয়ার পরই মহফুজকে নিজের সহকারী পদে বসিয়েছিলেন স্বয়ং ইউনুস।
কী কী কাজ করেছেন মহফুজ?
ইউনুস জানিয়েছেন, ছাত্রদের পরিচালনা করা, আন্দোলন সংগঠিত করা, স্লোগান, ধরনা, কর্মসূচি সবকিছুর রূপরেখা তৈরি করে দিলেন মহফুজ আবদুল্লাহ। মাত্র ৩৫ বছর বয়স তাঁর। প্রকাশ্য়ে খুব কমই এসেছেন।
ইউনুসের বক্তব্য, পুরো আন্দোলন ছাত্রদের দ্বারাই পরিচালনা করা হয়েছিল। পুরোটাই ছিল অত্যন্ত গোছানো। নেতৃত্ব এমনভাবে সাজানো হয়েছিল যাতে কেউ ধরা পড়ে গেলেও আন্দোলন থামতো না।