ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষার মুখে পাক প্রধানমন্ত্রী (Prime Minister of Pakistan)। এর আগেই তাঁর বিরুদ্ধে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে অনাস্থা প্রস্তাব আনে। এবার সেই প্রস্তাবে ভোট দেবেন পাকিস্তানের জাতীয় আইন পরিষদের (Pakistan National Assembly) সদস্যরা।
ইমরানের জোটসঙ্গীরা বিরোধী দলের সঙ্গে হাত মেলানোয় ইতিমধ্যেই সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে কোণঠাসা পাক প্রধানমন্ত্রী (Imran Khan)।
আরও পড়ুন - Imran Khan: পাক সংসদে আজ ইমরানের অগ্নিপরীক্ষা, দুটি রাস্তাই খোলা, দাবি পাক প্রধানমন্ত্রীর
নিজের গদি টিঁকিয়ে রাখতে ৩৪২ আসনের নিম্নকক্ষে ইমরান খানের প্রয়োজন ১৭২ ভোট। যদিও বিরোধী দলের দাবি, তাঁদের সঙ্গে ১৭৫ জন সাংসদের সমর্থন রয়েছে। আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ(PM must resign) দাবি করেছেন তাঁরা।
তবে পাকিস্তানের ইতিহাসে এই ঘটনা প্রথম নয়। পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যায়, পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই এখন পর্যন্ত পাঁচ বছরের মেয়াদ (Five Year Term) পূর্ণ করতে পারেননি। কিন্তু আবার পাকিস্তানের ইতিহাসে কোনও প্রধানমন্ত্রী কখনই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হননি।