মার্কিন মুলুকে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন সেই দেশে কর্মরত বিদেশি নাগরিকরা। তাঁদের জন্য স্বস্তির খবর দিল সেদেশের প্রশাসন। এবার থেকে পর্যটক ভিসা নিয়েও তাঁরা নতুন করে চাকরির আবেদন করতে পারবেন। একই সঙ্গে চাকরি হারালেও কর্মরত বিদেশি নাগরিকদের আমেরিকায় থাকার সময়সীমাও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
সাধারণত আমেরিকায় চাকরি করলে তাঁদের থাকার জন্য বি -১ এবং বি-২ এর মতো ওয়ার্কিং ভিসা দেওয়া হয়। কিন্তু যদি চাকরি থেকে ছাঁটাই করা হয় কোনও বিদেশি নাগরিককে।
আরও পড়ুন - ৮০ বছর ধরে ১,৬৫৮টি বই ! ৯৪-এর বৃদ্ধার বইপ্রেমের কাহিনি জানালেন নাতি, ভাইরাল পোস্ট
সেক্ষেত্রে দিন কয়েকের মধ্যেই তাঁর ভিসার বৈধতা শেষ হয়ে যায়। ফলে তাঁরা বিপাকে পড়েন তো বটেই, নতুন করে চাকরির চেষ্টা করতে পারতেন না। এবার সেই নিয়মেই বদল আনার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে সে দেশের প্রশাসন।