দশম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ(Russia-Ukraine war)। ক্রমাগত আক্রমণ চালানোর পাশাপাশি ইউক্রেনে(Ukraine) নতুন লক্ষ্য স্থির করেছে রাশিয়া(Russia)। বৃহত্তম পারমাণবিক কেন্দ্র দখল করার পর এবার রাশিয়ার নতুন লক্ষ্য গুরুত্বপূর্ণ বন্দর মারিওপোল(Mariupol)।
মারিওপোলের(Mariupol) মেয়র জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে প্রবল আক্রমণ করা হচ্ছে বন্দরে। ইউক্রেন সেনা(Ukraine soldiers) সাধ্যমতো প্রতিরোধ করছে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাজধানী কিয়েভের(Kyiv) একাংশ এবং খেরসানের(Kherson) বেশ কিছু জায়গায় ঘাঁটি গেড়েছে রুশ সেনা।
অন্যদিকে, নেটোকে(NATO) নজিরবিহীন আক্রমণ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। নেটোকে(NATO) দায়ী করে তিনি জানান, যে ইউক্রেনবাসীরা এখন থেকে মারা যাবেন, তাঁরা আপনাদের কারণেই মারা যাবেন।' । ইউক্রেনের(Ukraine) ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি না করার সিদ্ধান্তকে এই ভাষাতেই সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
যদিও আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন(Antony Blinken) জানান, ইউক্রেনে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে সরাসরি ইউরোপে যুদ্ধ(War in Europe) শুরু হতে পারে। এরপর শুক্রবার ফেসবুকে(Facebook) নেটোর(NATO) এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।