রাশিয়া (Russia) বনাম ইউক্রেনের (Ukraine) যুদ্ধের দশম দিনে একজন রাশিয়ান সেনেটর স্বীকার করলেন, যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাশিয়া। অন্যদিকের দাবি, সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত লঙ্ঘন করেছে রাশিয়া।
শুক্রবার রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের বৈঠকে লুদমিলা নারুসোভা নামে এক সেনেটর জানান, রুশ সেনাদের বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। একটি জায়গায় ১০০ জন রুশ সেনার মধ্যে মাত্র ৪ জন বেঁচে ফিরেছেন।
আরও পড়ুন :Russia-Ukraine War: ইউরোপের বিস্তীর্ণ অংশে নেট বিভ্রাট, অভিযোগের তীরে বিদ্ধ রাশিয়া
নারুসোভা হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রাক্তন মেন্টর আনাতোলি সোবচাকের বিধবা স্ত্রী।
ইতিমধ্যে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) দাবি করেছেন, তাঁর বাহিনী ১০ দিনে ১০ হাজার রুশ সেনাকে হত্যা করেছে৷ তিনি বলেন, "১৮ বছর,২০ বছর বয়সী ছেলেদের যুদ্ধে পাঠিয়েছে মস্কো। তারা জানেই না কেন যুদ্ধে এসেছে।"
গত দোসরা মার্চ রুশ সরকার জানিয়েছিল তাদের ২৯৮ জন সৈন্য প্রাণ হারিয়েছেন।