রবিবার ইউক্রেনের(Ukraine) দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে(Kharkiv) প্রবেশ করে রুশ সেনা। কিন্তু রুশ সেনা(Russian Soldier) খারকিভে প্রবেশ করতেই প্রতিরোধ গড়ে তোলে ইউক্রেনের(Ukraine) সাধারণ মানুষ। বিক্ষিপ্তভাবে খারকিভের রাস্তায় শুরু হয় প্রতিরোধ। ইউক্রেনের এক আঞ্চলিক কর্মকর্তার মতে, দেশটির কোথাও বিমানঘাঁটি, কোথাও জ্বালানি তেলের ডিপোতে আক্রমণ চালিয়েছে রুশ সেনা(Russian Slodier)। তবে নাগরিক প্রতিরোধের জেরে রুশ আক্রমণের ঝাঁঝ কিছুটা হলেও কমেছে।
মস্কোকে(Moscow) আরও বেশি করে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আমেরিকা(USA) ইউক্রেনকে(Ukraine) অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে সাহায্য করবে বলে জানিয়েছে। বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের পরে রুশ সেনাদল রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে খারকিভে(Kharkiv) পৌঁছে যায়।
জানা গেছে, রবিবার পর্যন্ত রাশিয়া খারকিভে প্রবেশের কোনও চেষ্টা করেনি। এর মধ্যেই ইউক্রেনের সেনা, সাধারণ মানুষ সকলে মিলে নিজেদের দেশ বাঁচানোর লড়াইয়ে নেমেছেন। রবিবার সকালেই রুশ সেনারা খারকিভে(Kharkiv) প্রবেশ করে। খারকিভ প্রদেশের প্রধান ওলেহ সিনহুবভ নাগরিকদের উদ্দেশ্যে জানান, তাঁরা যেন কোনও পরিস্থিতিতেই নিজেদের বাড়িঘর ছেড়ে না বের হন।
খারকিভের(Kharkiv) রাস্তায় রাস্তায় রুশ বাহিনীর গাড়ি চলতে দেখা যায়। অভিযোগ, বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয় খারকিভের জনতা(Common People)।