ফের বিয়ে পাক ক্রিকেটার শোয়েব মালিকের। অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে ইনস্টাগ্রামে শোয়েব মালিক ছবি পোস্ট করার পর তা নিয়ে শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় কার্যত আলোড়ন। তার মধ্যেই প্রতিক্রিয়া দিলেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। তিনি জানালেন, ধর্মীয় আইনের নিয়ম মেনেই বিচ্ছেদ হয়েছে সানিয়া ও শোয়েবের। তিনি আরও জানিয়েছেন যে ধর্মীয় নিয়ম মেনেই এই বিচ্ছেদ হয়েছে, তার নাম- 'খুলা'। শরিয়ত আইন অনুযায়ী, ‘খুলা’ হল মহিলাদের একটি অধিকার, যার মাধ্যমে তাঁরা একপাক্ষিকভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। এই আইন মেনেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন বলে খবর।
উল্লেখ্য, শোয়েব মালিক যাঁকে বিয়ে করেছেন, সেই সানা জাভেদ একজন জনপ্রিয় পাক অভিনেত্রী। উর্দু ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন সানা। ‘খানি’ বলে একটি নাটকে মূল চরিত্রে অভিনয় করে বেজায় জনপ্রিয়তা পেয়েছিলেন সানা। ২০১২ সালে 'শেহর-ই-জাত' দিয়ে তাঁর অভিনয়ে অভিষেক। ২০২০ সালের অক্টোবরে গায়ক উমাইর জাসওয়ালের প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানা, কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি।