পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে দায় নিল তালিবান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তাদেরই এক জঙ্গি মানববোমা নিয়ে সোমবার দুপুরে পুলিশ লাইন এলাকার ওই মসজিদে ঢুকেছিল। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। আহত ১০০-এর বেশি। রাত পর্যন্ত চলছে উদ্ধারের কাজ। এদিন বেলা পৌনে দুটো নাগাদ এই ঘটনা ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে মাটির নিচে চলে যায় মসজিদের একাংশ।
এদিন দুপুর পৌনে দুটো নাগাদ প্রার্থনার জন্য সবাই এই মসজিদে এসেছিলেন। তখনই বিকট আওয়াজে কেঁপে ওঠে এই এলাকা। প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। ততক্ষণে রক্তাক্ত প্রায় গোটা এলাকা। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বিস্ফোরণের ফলে দুমড়ে যায় ঘটনাস্থল। এরপর সেনাকে তলব করা হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবারই ভয়াভয় বাস দুর্ঘটনার সাক্ষী পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরণ। দেশে খাদ্যসংকট। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। তারমধ্যেই এই জঙ্গিহামলায় বিব্রত পাক সরকার।