Pakistan Blast Update : পেশোয়ার বিস্ফোরণের দায় নিল তালিবান, পাকিস্তানে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

Updated : Feb 06, 2023 21:25
|
Editorji News Desk

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে দায় নিল তালিবান। এক বিবৃতিতে তারা জানিয়েছে, তাদেরই এক জঙ্গি মানববোমা নিয়ে সোমবার দুপুরে পুলিশ লাইন এলাকার ওই মসজিদে ঢুকেছিল। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। আহত ১০০-এর বেশি। রাত পর্যন্ত চলছে উদ্ধারের কাজ। এদিন বেলা পৌনে দুটো নাগাদ এই ঘটনা ঘটে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে মাটির নিচে চলে যায় মসজিদের একাংশ। 

এদিন দুপুর পৌনে দুটো নাগাদ প্রার্থনার জন্য সবাই এই মসজিদে এসেছিলেন। তখনই বিকট আওয়াজে কেঁপে ওঠে এই এলাকা।  প্রাণ বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। ততক্ষণে রক্তাক্ত প্রায় গোটা এলাকা। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বিস্ফোরণের ফলে দুমড়ে যায় ঘটনাস্থল। এরপর সেনাকে তলব করা হয়। 

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  রবিবারই ভয়াভয় বাস দুর্ঘটনার সাক্ষী পাকিস্তান। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই বিস্ফোরণ। দেশে খাদ্যসংকট। টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি। তারমধ্যেই এই জঙ্গিহামলায় বিব্রত পাক সরকার। 

BlastPeshawarTalibanPakistan

Recommended For You

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির

editorji | বিদেশ

European Union in India: নয়াদিল্লির দরবারে ইউরোপ, ভরসা নরেন্দ্র মোদী! কী চাইবে ভারত!

editorji | বিদেশ

Trump Gaza: নাইট ক্লাবে সুন্দরীদের সঙ্গে ট্রাম্প, পুলে গা এলিয়ে নেতানিয়াহু, সমুদ্রতটে এলন মাস্ক

editorji | বিদেশ

Russia-Ukraine War: রাষ্ট্রসঙ্ঘেও রাশিয়ার পাশে আমেরিকা, ইউরোপকে পাশে পেল ইউক্রেন, যুদ্ধ কবে শেষ?