আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেই নিয়ে সারা দেশ জুড়েই কার্যত সাজ সাজ রব। কিন্তু, অযোধ্যায় নয় বিশ্বের সবচেয়ে উঁচু, সবচেয়ে বড় রামমন্দির তৈরী হতে চলেছে অস্ট্রেলিয়ায়। শ্রীরাম বেদিক অ্যান্ড কালচারাল ট্রাস্টের উদ্যোগে প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে, ১৫০ একর জমির উপর এই রামমন্দির বানানোর পরিকল্পনা চলছে।
Coaching Centre: ১৬ বছরের কম বয়সী পড়ুয়াদের কোচিং সেন্টারে ভর্তি নয়! নির্দেশিকা জারি কেন্দ্রের
৭২১ ফুট উচ্চতার এই মন্দির তৈরী হবে পার্থে। মন্দির এলাকাতেই থাকবে হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সবই। রাম নিবাস হোটেল, সীতা রসোই রেস্তরাঁ, রামায়ণ সদন গ্রন্থাগার ও তুলসীদাস হল - এসবের নকশা চলছে বলে খবর।