তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ তার মধ্যেই উঠে আসছে আশ্চর্য সব ছবি। ধ্বংসের স্তুপের মধ্যে থেকে উদ্ধার হওয়া মানুষদের দেখে আবেগের জোয়ারে ভাসছেন পরিজনরা। কেঁদে ফেলছেন আনন্দে।
তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে। বয়ে এনেছে জীবনের বার্তা৷ ১০ বছরের মেয়ে বেটুল ইডিস ৪৭ ঘণ্টা আটকে ছিল ধ্বংসস্তুপের মধ্যে। তাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন পরিজনরা। অবশেষে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করা হয়। স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলার সময় কয়েক মুহুরতের দেখা দাদু-নাতির। কাঁদতে কাঁদতে দাদু নাতনিকে ভরিয়ে দিলেন চুমুতে। সেই ভিডিও আপ্লুত করেছে নেটিজেনদের।
গত সোমবার ভয়াবহ ভূমিকম্প হয় তুরস্কে। এখনও পর্যন্ত ৭৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল শীত এবং ভূমিকম্পের আফটারশক মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে।