সারা বিশ্বে প্রতি ১১ মিনিটে একজন মহিলা খুন হন তাঁর ঘনিস্থ সঙ্গী অথবা পরিবারের হাতে। সম্প্রতি এই পরিসঙ্খ্যান সামনে আনলেন রাষ্ট্রসঙ্ঘের প্রধান অ্যান্তোনিও গুতেরেস। প্রতিটি দেশের সরকারকেই এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ব্যবস্থা নেওয়ার আর্জি গুতেরেসের।
আগামী ২৫ নভেম্বর নারীদের বিরুদ্ধে হিংসা দূরিকরণের আন্তর্জাতিক দিবস পালিত হবে সারা বিশ্বজুড়ে। তার আগেই প্রকাশ্যে এল এই হাড় হিম করা পরিসংখ্যান। আমাদের দেশে সম্প্রতি প্রকাশ্যে এসেছে শ্রদ্ধা ওয়ালকার মৃত্যুর ঘটনা। লিভ ইন পার্টনারের হাতে খুন হন শ্রদ্ধা। প্রেমিক আফতাব পুনাওয়ালা শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে ছড়িয়ে রেখেছিল দিল্লির নানা প্রান্তে।
Bruice Lee: অতিরিক্ত জল পানেই ব্রুস লি-র মৃত্যু! বলছে সাম্প্রতিক গবেষণা
গুতেরেসের মতে, কোভিড পরবর্তী সময়ে নারীদের ওপর হিংসার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। শুধু খুন নয়, নানা রকম ভাবে হেনস্তার শিকার হচ্ছেন তাঁরা। পরিচিত মানুষজন ছাড়াও সমাজমাধ্যমে মহিলাদের হেনস্তা করা হচ্ছে। তার ফলে বেঁচে থাকার মৌলিক অধিকার হারিয়ে ফেলছেন মেয়েরা। এই পরিস্থিতিতে রাষ্ট্র সংঘের বার্তা মহিলাদের সুরক্ষার জন্য বাজেট বাড়াতে হবে। সেই সঙ্গে তৃণমূল স্তর থেকে মানুষের মধ্যে নারীবিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।