দেখতে দেখতে ভাইফোঁটা চলে এল। আপনি নিশ্চয়ই এখনও ঠিক করে উঠতে পারেননি কী দেবেন আপনার ভাই অথবা বোনকে? উপহার দাম দিয়ে বিচার হয় না কখনওই। ভাই বোনেরা একটু যত্ন চায় শুধু। তাই উপহার দিন ভেবে। কেনার জন্য কিনে ফেলবেন না, রইল কিছু টিপস।
বোন সাজতে ভালো বাসে? হোমমেড বিউটি প্রডাক্টস দিতে পারেন নানা রকম। অরগানিক সাবান, শ্যাম্পু, এসব খুব ভাল উপহার।
সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকা ভাই বোনেদের জন্য রয়েছে কড়ক মার্চ বা দ্য মার্চ বে-র মতো পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদের নিজেদের ব্র্যান্ড, সেখান থেকেও কিনতে পারেন পছন্দের উপহার।
BhaiFota 2021 : ৬ নভেম্বর ভাইফোঁটা, জেনে নিন ফোঁটা দেওয়ার শুভক্ষণ...
ভাই অথবা বোনটি বইয়ের পোকা হলে এর চেয়ে ভালো উপহার আর কীই বা আছে? বই দিতে না চাইলে কিন্ডল বা অডিও সাবস্ক্রিপশন দিতে পারেন।
চা কিম্বা কফির ব্যাপারে আপনার পার্টনার ইন ক্রাইমটি আপনার মতোই খুব শৌখিন বা খুঁতখুঁতে হলে নতুন ফ্লেভারের চা অথবা কফি দিতে পারেন।
পার্টি করতে ভালোবাসে আপনার দাদা দিদি? তাহলে আর কী? কক্টেল শেকারের সেট অথবা ভাল গ্লাস দিতে পারেন।
খালি টাকা ওড়াচ্ছে সদ্য চাকরি পাওয়া বোন অথবা ভাইটা? ভাল কোনো পার্সোনাল ফিনান্স এক্সপার্টের সঙ্গে অ্যাপ্যেন্টমেন্টটাই না হয় বুক করে দিন তাহলে? এখন কদর না করলেও এ উপহার কিন্তু কাজে লাগবেই।