সোমবারের ভারত বনধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল গোটা দেশজুড়ে। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে কৃষকস্বার্থবিরোধী তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে ইতিমধ্যেই স্তব্ধ রাজধানী দিল্লি। সোমবারের এই ধর্মঘটে আগেই সমর্থন জানিয়েছিল দেশের বামপন্থী সংগঠনগুলি। সোমবার সকাল থেকেই তাদেরও পথে নামতে দেখা গেছে এই ধর্মঘটের সমর্থনে। তবে বনধকে সমর্থন জানালেও এ রাজ্যে পথে নামেনি তৃণমূল। সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলা ১০ ঘন্টার এই ধর্মঘটে বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও মোটের ওপর পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। হাসপাতাল, মেডিকেল স্টোর, রেসকিউ টিম এবং ব্যক্তিগত জরুরী পরিস্থিতিতে উপস্থিত লোকজনসহ জরুরী প্রতিষ্ঠান এবং অপরিহার্য পরিষেবাগুলি ছাড় দেওয়া হয়েছে। স্কুল, অফিস এবং বাণিজ্যিক পরিষেবাসহ সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, দোকান, শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।