তাঁরা যুযুধান। কিন্তু TMC প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে গিয়ে তাঁর ভোট চাইবেন BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। শনিবার দলের সাংগঠনিক বৈঠকের পর একঘা জানালেন তিনি।
বিজেপির বৈঠক শনিবার উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। তিনি জানান, কোনো স্টার প্রচারক ভবানীপুরে আসবেন না। রাজ্য বিজেপির নেতারাই প্রচার করবেন। মমতা নন্দীগ্রামে বিজেপির কাছে হেরেছেন, ভবানীপুরেও হারবেন। এমনই দাবি করেন অর্জুন