ভবানীপুর নির্বাচন (Bhawanipur by-poll) সংক্রান্ত মামলার শুনানি শেষ হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। রায়দান স্থগিত রাখল আদালত। শুক্রবারের শুনানিতে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল শুক্রবারের শুনানিতে বলেন, মামলা দায়েরের এতদিন পরেও একাধিক প্রশ্নের উত্তর নেই কমিশনের কাছে। নির্বাচন কমিশনের হলফনামা ত্রুটিপূর্ণ।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে, রাজ্যের মুখ্যসচিব কী উদ্দেশ্যে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। মুখ্যসচিব কেন চিঠিতে সাংবিধানিক সঙ্কটের উল্লেখ করেছেন, তা-ও অস্পষ্ট। একটি বিধানসভায় সাংবিধানিক সঙ্কট হলে, বাকিগুলিতে কেন সংকটজনিত পরিস্থিতি তৈরি হয়নি, তা-ও অজানা।
Mamata Banerjee: ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী হওয়া 'ভাগ্যে ছিল', প্রচারে বললেন মমতা
বিচারপতির ক্ষোভ, একটি নির্বাচন করাতে বিপুল অঙ্কের টাকা খরচ হয়। দেশজুড়ে প্রার্থীরা একটি আসনে জিতছেন, ছাড়ছেন, আবার ভোট হচ্ছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রশ্ন, জনগণ কেন এত টাকা দেবেন?