এক মাসের প্রস্তুতির পর রাত পোহালে ভবানীপুরে ভোট উৎসব। গোটা দেশের নজর প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। তৃণমূল সুপ্রিমোর জয় সুনিশ্চিত করতে প্রচার করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। এই হাইভোল্টেজ কেন্দ্রে প্রচারে তৃণমূলকে টক্কর দিয়েছে বিজেপিও। তাঁদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আছেন তরুণ বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ ভবানীপুরের ।
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অল্প ব্যবধানে হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন তাই পাখির চোখ তৃণমূলের। মমতার বিরুদ্ধে কোনও বড় নাম রাখেনি বিরোধী শিবির। ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। তরুণ আইনজীবী শ্রীজীবকে নিয়ে প্রচার চালিয়েছে বামফ্রন্ট নেতৃত্ব। বিজেপির হয়ে ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রিয়াঙ্কার হয়ে প্রচার করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অর্জুন সিং। এসেছেন স্মৃতি ইরানি, মনোজ তিওয়ারি, সম্বিত পাত্রের মতো বিজেপির জাতীয় স্তরের নেতৃত্ব।
গত একমাস ধরে ভবানীপুর উপনির্বাচন নিয়ে শাসক ও বিরোধী শিবিরে চলেছে একাধিক তরজা। শেষদিনের প্রচারে ধস্তাধস্তি, হাতাহাতি। নির্বাচন কমিশনে নির্বাচন স্থগিত রাখার আবেদন করেছিল বিজেপি।