বৃহস্পতিবার ভবানীপুর উপনির্বাচনসহ রাজ্যের আরও দুই কেন্দ্রে সাধারণ নির্বাচন। তবে এখন সকলের লক্ষ্য সেই ভবানীপুর, কারণ সেখানে যে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীত্ব ধরে রাখতেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উপনির্বাচনে জয়লাভ করতে হবে। তাই সকাল থেকেই ভবানীপুর উপনির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। কিন্তু বৃহস্পতিবার একেবারে অন্য ছবি দেখা গেল সল্টলেকের দত্তবাদে। এই উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক লক্ষের বেশি ব্যবধানে জয়ের লক্ষ্যে এবং অশুভ শক্তি বিনাশের প্রার্থনায় এলাকার কালী মন্দিরে যজ্ঞ করলেন বিধাননগর পৌর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর নির্মল দত্ত এবং ওয়ার্ড তৃনমুল কর্মী সমর্থকরা।
বাইটঃ নির্মল দত্ত, কো-অর্ডিনেটর, ৩৮ নম্বর ওয়ার্ড, বিধাননগর পৌরনিগম (00:07-00:19)
পুরোহিত দিয়ে রীতি মেনে যজ্ঞ করা হয়। সকাল থেকেই এই যজ্ঞ ঘিরে বেশ উৎসাহ দেখা যায় এলাকাবাসীর মধ্যেও। তবে কো-অর্ডিনেটরের এই প্রার্থনার ফল কতটা ফলে, তা দেখতে অপেক্ষা করতেই হবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত।