BHAWANIPUR BYPOLLS: ভবানীপুরে ভোটের ঘণ্টা বেজে গেছে। করোনা আবহে উপনির্বাচনে প্রচারের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন(ELEECTION COMMISSION)।
বড় জনসমাবেশ যেমন করা যাবে না, তেমনই করা যাবে না বড় মিছিল বা রোড শো।তাই এর মধ্যেই ভোট প্রচারের নিজস্ব রণকৌশল তৈরি করেছে শাসক তৃণমূল(TMC)। কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তৃণমূল সুপ্রিমোর প্রচারের ক্ষেত্রে মূলত জোর দেওয়া হবে ছোট ছোট সভায়।ঠিক হয়েছে, আগামী বৃহস্পতিবার ৭২ নম্বর ওয়ার্ডের উত্তম উদ্যানে মমতা এলাকার বাছাই করা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
পরবর্তী ক্ষেত্রে বৈঠক করে বাকি সাতটি ওয়ার্ডে তৃণমূল নেত্রীর (MAMATA BANERJEE)ঘরোয়া সভার সূচি ঠিক করা হবে। সভা আয়োজনের ক্ষেত্রে কমিশনের কড়া নির্দেশ মাথায় রাখতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।
কমিশনের নির্দেশে বলা হয়েছে, কোনও প্রার্থী যদি কোভিডবিধি ভেঙে প্রচার করেন, তবে তাঁকে আর এই উপনির্বাচনে প্রচার করতে দেওয়া হবে না। তাই প্রচার সভায় আয়োজনের ক্ষেত্রে কিছুটা সাবধানী পদক্ষেপ করতে চাইছে তৃণমূল।