নরেন্দ্র-মোদী-জো বাইডেন বৈঠকে উঠে এল মহাত্মা গান্ধীর প্রসঙ্গ। নরেন্দ্র মোদী বলেন, গান্ধীজি বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে এসেছেন। বর্তমানে সময়ে দাঁড়িয়ে এটিই সবচেয়ে জরুরি। বাইডেনও জানান, আগামী সপ্তাহেই মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালন করবে আমেরিকা। গান্ধীর অহিংসতা মেনেই চলেন তাঁরা। ভারত ও আমেরিকার সম্পর্কও আগামী দিনে আরও মজবুত, শক্তিশালী হতে চলেছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আমেরিকায় বসবাসরত ভারতীয়দের উচ্ছ্বসিত প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেন শুক্রবারের বৈঠকে জানান, আমেরিকাকে প্রত্যেক দিন আরও শক্তিশালী করে তুলছেন ৪০ লক্ষ প্রবাসী ভারতীয়।তওনি দীর্ঘদিন ধরে বিশ্বাস করি যে, ভারত-আমেরিকার সম্পর্ক বিশ্বের অনেক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাইডেন আরও জানান, তিনি আগেই বলেছিলেন, ২০২০ সালের মধ্যে ভারত এবং আমেরিকা সম্পর্কও আরও মজবুত হবে।