আদর্শের দিক থেকে তাঁরা একেবারে ভিন্ন মেরুর। কিন্তু শুক্রবার সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে এলেন বিমান বসু। অন্য ঘরানার নেতা হিসেবেই তাঁকে স্মরণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসু বলেন, ‘‘সুব্রত মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন। ওঁর যোগাযোগ রাখার ধরন ছিল আলাদা ঘরানার।’’
বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। সুব্রতর মৃত্যুর পর দলমত নির্বিশেষে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে করেন বাম এবং কংগ্রেস নেতারা। সিপিআইএমের অশোক ভট্টাচার্য, বিকাশ ভট্টাচার্য এবং রবীন দেবরা স্মৃতিচারণ করেন। পরে বিমান বলেন, ‘‘বঙ্গবাসী কলেজে পড়ার সময় থেকেই ওঁকে চিনি। কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে এসেছিলেন সুব্রত। ওঁর বাবা ছিলেন শিক্ষক। ওঁরা বজবজে থাকতেন। তখন থেকেই পরিচয়।’’