আবার ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই অজয় নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ১৫ টি গ্রাম। এর মধ্যে বীরভূমের নানুর থানা এলাকার অবস্থা শোচনীয়।
নানুর থানার ডাঙ্গাপাড়া, থুপসারা, সিঁদুরপুরসহ বিভিন্ন গ্রাম এখন সম্পূর্ণ জলের তলায়। এর মধ্যে সিঁদুরপুর গ্রামের কোনো বাড়িই আর অক্ষত নেই। গোটা গ্রামটাই জলের তোড়ে ভেসে গেছে। অনেক গ্রামীণ এলাকা এখনও জলের তলায়।
আশ্রয়হীন মানুষগুলি কোথায় যাবেন, জানেন না কিছুই। শেষ সম্বলটুকু হারিয়ে এখন তাঁরা নিঃস্ব হয়ে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে।