বীরভূমের পরিস্থিতির আরও অবনতি। দফায় দফায় বৃষ্টিতে শাল নদীর ব্রিজে উঠল জল। রাস্তা জলে ডুবে যাওয়ায় ভয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুবরাজপুর এবং খয়রাশোলের বাসিন্দারা।
সারারাত মুষলধারে বৃষ্টির ফলে বুধবার সকালে শাল নদীর জল চণ্ডীপুর-কুখুটিয়া গ্রামের মাঝে ব্রিজের ওপরে উঠে আসে। ব্রিজে জল উঠে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল দুবরাজপুর-খয়রাশোল বাসিন্দারা। ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা সমস্যা মেটাতে হাত লাগিয়েছেন। দুর্ঘটনা এড়াতে কোনো যানবাহনকেই ঐ ব্রিজ পেরোতে দিচ্ছেন না এলাকাবাসী। তবে নতুন করে এই বৃষ্টির ফলে এলাকার বেশ কয়েকটি গ্রাম আবার জলমগ্ন হয়ে পড়েছে।