কলকাতা পুরভোটে (KMC Election 2021) সন্ত্রাসের অভিযোগে বিজেপির (BJP) মিছিলে ধুন্ধুমার। বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের (Police) ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, এই মিছিলের অনুমতি ছিল না। আটক করা হয় বিজেপি নেতাদের। আটকে দেওয়া হয় মিছিলও।
কলকাতা পুরভোটে সন্ত্রাস ও পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে সোমবার প্রতিবাদ মিছিল ছিল বিজেপির। পুলিশের দাবি, এই মিছিলের কোনও অনুমতি ছিল না। ৬, মুরলিধর সেন লেন থেকে মিছিল বের হতেই পুলিশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে কথা বলেন। পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, মিছিল করা যাবে না। এরপরই বচসা শুরু হয়। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, ব্যারিকেড ভেঙে দেন তাঁরা। চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক করা হয় রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভা ভোটে মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সহ আরও অনেক বিজেপি কর্মীদের।
আরও পড়ুন: ভোটের নামে প্রহসন, অভিযোগ বিজেপি, বাম, কংগ্রেসের; রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে বলেন, "রবিবার কলকাতা পুরভোটে আমরা যা দেখেছি তা তো হিমশৈলের চূড়া মাত্র। এরপরও আরও অনেক কিছু হয়েছে। যা বুঝিয়ে দিয়েছে এ রাজ্যে গণতন্ত্র নেই। না হলে এভাবে মিছিল কেউ রুদ্ধ করে! ফ্যাসিস্ট শাসকের মনোবৃত্তিই এই ঘটনা প্রমাণ করছে। এই রাজ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যা যা করার দরকার সবটাই করব। তা গণতান্ত্রিক পদ্ধতিতে হতে পারে, আইনগত পদ্ধতিতে হতে পারে। আমরা চুপ করে বসে থাকব না।"