দিল্লিতে আজ বসছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ গেরুয়া শিবিরের সর্বোচ্চ নেতৃত্বের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসছেন বিজেপি নেতারা। ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে মহাগুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।
সকাল ১০টা থেকে শুরু হবে একদিনের বৈঠক। প্রারম্ভিক বক্তৃতা দেবেন সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সমাপ্তি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড পরিস্থিতির কারণে NDMC সেন্টারে আয়োজিত বৈঠকে ১২৪ জন বিজেপি নেতা উপস্থিত থাকবেন। বাকিরা ভার্চুয়ালি যোগ দেবেন ওই বৈঠকে।
বছর ঘুরলেই যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে বিজেপি সূত্রে খবর। পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ , উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে বিজেপি ক্ষমতায় রয়েছে। শুধুমাত্র পাঞ্জাবে রয়েছে কংগ্রেস সরকার।
চার রাজ্যে ক্ষমতা ধরে রাখা গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। আগামী বছর বিধানসভা ভোট হবে বিজেপি শাসিত হিমাচল প্রদেশেও। ওই রাজ্যে সদ্য হয়ে যাওয়া উপনির্বাচনে বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির।