পুরভোটে (KMC Election 2021) সন্ত্রাসের অভিযোগে আদালতে মামলার আবেদন করল বিজেপি (BJP) ও সিপিএম (CPIM। সোমবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই বিষয়ে মামলার অনুমতিও দিয়েছে।
পুরভোটে সন্ত্রাস ও কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করার অনুমতি চান ২ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দেবলীনা সরকার (Deblina Sarkar)। আলাদা করে মামলার আবেদন করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় (Pratap Banerjee)। দুটি আবেদনই মঞ্জুর করেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastav)। আগামী ২৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
সোমবার কলকাতা হাইকোর্টে বিজেপির আইনজীবী বলেন, "মহামান্য হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয়নি। বোমাবাজিতে জখমের ঘটনা ঘটেছে।" আদালত সমস্ত বুথে সিসিটিভি ক্যামেরা (CCTV Cam) বসানোর নির্দেশ দিলেও রাজ্য নির্বাচন কমিশন তা মানেনি বলে অভিযোগ তোলেন তিনি। তিনি জানান, "বহু বুথে সিসিটিভি ঠিকঠাক কাজ করেনি। এই বিষয়ে তথ্যপ্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে।"
আরও দেখুন: কলকাতা পুরভোটে কি আসবে কেন্দ্রীয় বাহিনী, শনিবার রায় হাইকোর্টের
উল্লেখ্য, রবিবার কলকাতা পুরভোটের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রহসনের নির্বাচন বলে দাবি করেন। তিনি জানান, ভোট বাতিলের দাবিতে আদালতে আবেদন জানাবে বিজেপি।