ভোট পরবর্তী হিংসার ফলে অনেক বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছে। তাদের পরিবারকে নিয়েই শনিবার হাজরা মোড়ে তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রতিবাদে নামলেন ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খাস কলকাতা। শনিবার দুপুরে হাজরা মোড়ে জড়ো হন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, অর্জুন সিং, সুকান্ত মজুমদার ও দলের নেতা-কর্মীরা। সেখান থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বাইটঃ সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি, বিজেপি (00:19-01:01) Byte 1
একুশের নির্বাচনের আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছিলেন, প্রাণহানির ঘটনাও ঘটেছিল। ভোটের পরও রাজ্যজুড়ে অশান্তি চলছে বলেই বারবার দাবি করেছে বিজেপি। তাঁদের একাধিক কর্মীকে খুনের অভিযোগও করেছেন। আর সেই দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত লড়াই যে চলবে, তা জানিয়ে দেন ভবানীপুরের বিজেপি প্রার্থী।
বাইটঃ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, বিজেপি প্রার্থী, ভবানীপুর (00:19-00:23) (00:32-00:35) Byte 2
গত সপ্তাহেই মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি নেতা মানস সাহার। গেরুয়া শিবিরের দাবি ছিল, ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল কালীঘাটে। দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার চেষ্টা করেছিলেন বিজেপির নেতারা। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সঙ্গে বচসায় জড়িয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি-সহ অন্যান্যরা।