আসানসোলের (Asansol) মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এমনই অভিযোগ করল বিজেপি।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দলবদল করে তৃণমূলে যোগ দেওয়ার পরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "বাবুল সুপ্রিয় দকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আসানসোলের গণরায়ের সঙ্গে প্রতারণা করা হল। দল ওঁকে দু'বার মন্ত্রী করেছিল। মন্ত্রীত্ব থেকে সাময়িক সরানো হয়। তারপরেই তিনি বিশ্বাসঘাতকতা করলেন।"
Babul Supriyo: পদ্ম ছেড়ে অভিষেকের হাত ধরে জোড়াফুলে বাবুল
শমীকের আরো দাবি, বাবুল দল ছাড়লেও ২০২৪ সালে আসানসোলে বিজেপি জিতবেই।
তাঁর কটাক্ষ, বাবুল জীবনে সবকিছুই অল্প সময়ের জন্য করেন। তিনি কিছুদিন ব্যাঙ্কে চাকরি করেছেন, ফুটবল খেলেছেন। বিজেপিতেও ছিলেন। এখন তৃণমূলে।
আসানসোলের বিজেপি নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির মন্তব্য, তাঁর সঙ্গে বাবুলের ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয়। তিনি তাঁকে আগেও শ্রদ্ধা করতেন, এখনও করেন।