separate state demand : ‘বঙ্গভঙ্গ’ ইস্যুতে বিজেপির(BJP) এক একজন নেতার মন্তব্য দলের অস্বস্তি বাড়িয়েছে। এনিয়ে নতুন করে আর অস্বস্তি বাড়াতে চাইছে না রাজ্য নেতৃত্ব।
এনিয়ে দলের অবস্থান স্পষ্ট করতে আগামিকাল উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে শিলিগুড়িতে একটি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই বঙ্গভঙ্গ ইস্যুতে নিজেদের অবস্থান সাফ করে দিতে পারেন কেন্দ্রীয় নেতৃত্ব।দলীয় সূত্রে খবর, আলাদা উত্তরবঙ্গ রাজ্যের দাবি নিয়ে দলের অবস্থান ঠিক কী হবে, তা সেই বৈঠকেই স্থির হতে পারে।
কারণ, গেরুয়া শিবিরে রাজ্যভাগের দাবি নিয়ে বিতর্ক উঠলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে দলের অবস্থান এখনও স্পষ্ট করা হয়নি।
উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে ওই বৈঠকে বিষয়টি আলোচনার প্রধান ইস্যু হয়ে উঠতে পারে বলে মনে করছে দলের একাংশ। বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব